রোজার পণ্য বাকিতে আমদানির সুযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও দাম সহনীয় রাখতে রোজার মাসে জন্য প্রয়োজনীয় আটটি পণ্য বাকিতে আমদানির  ঋণপত্র খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এবিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। এতে বলা হয়েছে, রোজার মাসের জন্য ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর আমদানির জন্য ব্যবসায়ীদের বাকিতে ঋণপত্র (এলসি) বাকিতে খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত সময়ে খোলা এলসির বেলায় প্রযোজ্য হবে।