তিন দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত লকডাউনে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে।

বুধবার (০৭ জুলাই) এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দিতে বৃহস্প‌তিবার (৮ জুলাই) থেকে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান। এছাড়া বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান। এ হিসাবে সপ্তাহে চারদিন খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান।