যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পুনর্বহালের দাবি বিজিএমইএ’র

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

 

যতদিন পর্যন্ত না বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নিত হচ্ছে ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারেও পোশাক শিল্পের জন্য জিএসপি  ( জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স) পুনর্বহালের দাবি জানিয়েছেন বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি) সভাপতি মো: সিদ্দিকুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিজিএমইএ এর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে দুপুরে এ দাবি জানান তিনি।

মো: সিদ্দিকুর রহমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা পুনর্বহালের জন্য যেসব শর্ত দিয়েছিলো, সেগুলোর সবকটাই বাংলাদেশ পূরণ করেছে। মার্কিন সরকারের কাছে আমার অনুরোধ, বাংলাদেশের পোশাক শিল্পের জন্য যেন জিএসপি সুবিধা পুনর্বহাল করা হয়। গত ৮ বছরে ৩ ধাপে ৩টি মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক খাতের নিম্নতম মজুরি ৩৮১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। অথচ বিগত ৪ বছরে যুক্তরাষ্ট্রে আমাদের পণ্যের মূল্য কমেছে ১১ দশমিক ৭২ শতাংশ। কিন্তু ক্রেতারা পণ্যেও দাম বাড়াননি।

তিনি বার্নিকাটকে উদ্দেশ্য করে বলেন, আমাদের শ্রমিক ভাইবোনেরা যেন মানসম্মত জীবন যাপন করতে পারেন, তার জন্য দেশে ফিরে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্রেতাদেরকে অনুরোধ জানাবেন। ক্রেতারা যেন এদেশের পোশাকের জন্য ‘ফেয়ার প্রাইস’ দেন। 

অন্যদিকে মার্শিয়া ব্লুম বার্নিকাট বাংলাদেশের পোশাক শিল্পের মালিকদের শ্রমনীতি মেনে চলার বিষয়ে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতারা এখন পোশাক শিল্পের ক্ষেত্রে অর্ডার দেওয়ার আগে তার পরিবেশ ও শ্রম অধিকারের বিষয়টি নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন। তাই আমি বাংলাদেশের পোশাক শিল্পের মালিকদের শ্রমনীতির দিকে নজর দেওয়ার বিষয়ে বিশেষ তাগিদ দিতে বলব। নয়তো এটি এক সময় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপিত ফারুক হাসান, বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির।