রায় পুনর্বিবেচনার আবেদন করবেন যুদ্ধাপরাধী আজহার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রায় পুনর্বিবেচনার আবেদন করবেন যুদ্ধাপরাধী আজহার

রায় পুনর্বিবেচনার আবেদন করবেন যুদ্ধাপরাধী আজহার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম মৃত্যু পরোয়ানা শুনে রায় পুনর্বিবেচনার আবেদন করবেন বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিজের মৃত্যু পরোয়ানা কারা কর্মকর্তারা পড়ে শোনানোর পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

বিজ্ঞাপন

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাই সিকিউরিটি কারাগারের কনডেম সেলে বন্দী আজহারুল ইসলাম প্রাণদণ্ডের বিষয়টি আগে থেকেই জানতেন। আইনগত লড়াই চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন।

এখন তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের পরই বলা যাবে তিনি কবে পুনর্বিবেচনার আবেদন করবেন। তবে এ কাজটি কারা বিধি অনুযায়ী ১৫ দিনের মধ্যে করতে হবে।

এর আগে সোমবার (১৬ মার্চ) রাত ১১টা ১০ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানাটি পৌঁছে।

আরও পড়ুন: যুদ্ধাপরাধী আজহারের মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে