ভিক্ষা করে দিন কাটে সাত ছেলের মা জরিনার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

জরিনা বেগম। ছবি: বার্তা২৪.কম

জরিনা বেগম। ছবি: বার্তা২৪.কম

ভিক্ষা করে দিন কাটছে সাত ছেলে সন্তানের মা বৃদ্ধা জরিনা বেগমের (৭০)। নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার টেংগুরী হরিয়ালামা গ্রামের বাসিন্দা অসহায় জরিনা বেগম। তিনি ওই গ্রামের মৃত মনছুর আলীর স্ত্রী।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ওই গ্রামে গেলে কথা হয় জরিনা বেগমের সঙ্গে। এ সময় তিনি বলেন, বেশ কয়েক বছর পূর্বে স্বামী মনছুর আলী মারা গেছেন। মোট দশ জন সন্তান রয়েছে তার। এর মধ্যে সাত ছেলে ও তিন মেয়ে। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক আগেই। ছেলেরাও বিয়ে করেছে। ছেলেরা প্রত্যেকেই উপার্জনশীল। তারা তাদের বউ নিয়ে বেশ সুখেই সংসার করছে।

বিজ্ঞাপন

তবে গত দুই বছর ধরে মানুষের কাছে হাত পেতে ভিক্ষার টাকায় কোনো রকমে বেঁচে আছেন জরিনা। তিনি জানান, ছেলেমেয়ে কিংবা ছেলেদের বউরা কেউ তার খোঁজ নেয় না। বরং কিছু বলতে গেলে তাকে গালাগালি করে। প্রায়ই মারধর করে।

এছাড়া সন্তানদের ভরণপোষণ বঞ্চিত অসহায় জরিনা বেগমের ভাগ্যে জোটেনি সরকারি ভাতার কোনো কার্ড।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান জানান, কেন বৃদ্ধা জরিনা বেগমের নামে কোনো ভাতার কার্ড হয়নি সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। তাকে দ্রুত যেকোনো ভাতার কার্ড দেয়া হবে।