বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক-গৃহবধূর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জয়পুরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার বরণ গ্রামের আক্কাস আলীর ছেলে গৃহনির্মাণ শ্রমিক আলম হোসেন ও একই উপজেলার পশ্চিম রামচন্দ্র পুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী ফেন্সি আখতার।

বিজ্ঞাপন

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান, পৌর শহরের দমদমা এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় ছাদ নির্মাণের কাজ চলছিল। ওই ভবনের ছাদের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতাবশত নির্মাণ শ্রমিক আলমের হাতে থাকা রডের সংযোগ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

একই দিন বিকেলে গৃহবধূ ফেন্সি নিজ বাড়িতে ঘর পরিষ্কার করছিলেন। ওই ঘরে একটি ছেঁড়া তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন