ভোলার লালমোহনে বাস চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় মো. শরীফ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শরীফ লালমোহন হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তিনি লালমোহন পৌরসভার গুচ্ছগ্রামের মো. কাশেমের ছেলে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন বাজারের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ঘটনায় শরীফের সহপাঠী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শরীফ সাইকেল যোগে লালমোহন বাজার থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় চৌরাস্তায় আসলে চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে শরীফ ঘটনাস্থলেই মারা যায়। পরে উত্তেজিত জনতা ও শরীফের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে বাসটি চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি। এ ঘটনায় চরফ্যাশন-ভোলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে ও নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।