মেহেরপুরে দুজন মাছচাষীকে গলা কেটে খুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি. বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি. বার্তাটোয়েন্টিফোর.কম

মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের শৈলমারি বিলে নৃশংস খুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত বারোটার দিকে ওই বিলের দুজন মাছচাষীকে গলাকেটে খুন করেছে তারা।

নিহত দুই মাছচাষী হলেন—দরবেশপুর গ্রামের মৃত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৬) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (৪২)। দুজনের বাড়ি দরবেশপুর গ্রামের উকিলবাড়ী পাড়ায়।

বিজ্ঞাপন

তবে এই খুনের ঘটনার পেছনে কারা জড়িত বা কী কারণে তাদের খুন করা হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, প্রতি রাতের মতো বুধবার রাতেও বিল পাহারা দিচ্ছিল রোকন ও হাসান। সেখানে অস্থায়ী পাহারা ঘরে হানা দেয় অস্ত্রধারী কয়েকজন দুর্বৃত্ত। রোকন ও হাসানকে হাত-পা বেঁধে গলা কেটে খুন করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে মেহেরপুর সদর থানা, বারাদি পুলিশ ক্যাম্পসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে।

জানা গিয়েছে, রোকন ও হাসানের বাড়ি বিলের পাশেই। সরকারি বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরে মাছ চাষ করছিলেন তারা।

উল্লেখ করার মতো দলীয় পদ-পদবি না থাকলেও নিহত দুজন স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

তবে কোন বিরোধের কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে কোনো অনুমান করতে পারছে না পরিবার ও পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা বলেন, খুনের রহস্য উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।