গাংনীতে একদিনে ১৪ ডেঙ্গু রোগী শনাক্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ছে এডিস মশা। প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সারাদিন ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৭৯ জন। জেলায় মোট শনাক্ত ২৪৮ জন।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দিনের বিভিন্ন সময়ে ডেঙ্গু আশঙ্কায় হাসপাতালে আসেন অর্ধশতাধিক মানুষ। যাদেরকে হাসপাতাল ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রক্ত পরীক্ষা করানো হয়।

এরমধ্যে ১৪ জনের ডেঙ্গু এনএচ১ পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদেরকে নিজ নিজ বাড়িতে রেখে হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবারের চিহ্নিত হওয়া নতুন রোগী ও এর আগে চিহ্নিত হওয়া কয়েকজনসহ মোট ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিডি দাস বলেন, 'স্বল্প জনবল ও বেড ক্যাপাসিটি নিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছি আমরা। দুর্বল প্রতিরোধ ব্যবস্থার কারণে বিভিন্ন গ্রামে এডিস মশা ছড়িয়ে পড়ছে।'