চাঁপাইয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন ও একটি মোবাইলসহ মো. মমিনুল ইসলাম মন্টু (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৫। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ষোলগ্রাম এলাকার মোখলেছুর রহমানের ছেলে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোমস্তাপুর থানার ষোলগাড়ির বিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. মমিনুল ইসলাম মন্টুকে আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।