আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত
বরগুনায় আমতলী উপজেলায় কুয়াকাটাগামী সাকুরা পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক শহীদ সিকদার (৪৫) নিহত হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বান্দ্রা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত শহীদ আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাদের সিকদারের ছেলে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে ও থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইজিবাইক চালক শহীদ কলাপাড়া থেকে আমতলীতে আসছিলেন। তখন কুয়াকাটাগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১৪৫৯৩) ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক শহীদ সিকদার গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।