গাংনীতে ৪৬০ বোতল ফেনসিডিলসহ আটক ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাংনীতে ফেনসিডিলসহ আটককৃতরা, ছবি: সংগৃহীত

গাংনীতে ফেনসিডিলসহ আটককৃতরা, ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে ট্রাকভর্তি ৪৬০ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার বাঘা উপজেলার সর্দারের ছেলে রাজিব সর্দার (৪০), মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের জামরুলের ছেলে টিপু সুলতান (১৯), একই গ্রামের সদর আলীর ছেলে স্বপন আলী (২৪) ও আইয়ুব আলীর ছেলে আবেদ আলী (৩৫)।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে পুলিশের এক অভিযানে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার সীমান্ত থেকে একটি ট্রাক (কুষ্টিয়া ট ১১-২০০৯) ফেনসিডিল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানার ওসি ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আকুবপুর চেকপোস্ট অবস্থান করে। পুলিশের অবস্থান দেখে ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রাক থেকে চারজনকে আটক করে এবং ৪৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

গাংনী থানার ওসি ওবায়দুর রহমান বলেন, 'ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল নিয়ে তারা গন্তব্যে যাচ্ছিল। আটককৃতরা মাদক ব্যবসায়ী। তাদের নামে মামলা দায়ের পূর্ব মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।'