রিফাত হত্যা: কিশোর আসামি শ্রাবণের জামিন মঞ্জুর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

আরিয়ান হোসেন শ্রাবণ। ছবি: সংগৃহীত

আরিয়ান হোসেন শ্রাবণ। ছবি: সংগৃহীত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় কিশোর আসামি আরিয়ান হোসেন শ্রাবণের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এই জামিন আবেদন মঞ্জুর করেন। আরিয়ান হোসেন শ্রাবণ রিফাত শরীফ হত্যা মামলার ২৪ নাম্বার আসামি। সে মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না এই শর্তে তাকে জামিন দেয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় বরিশাল নেওয়ার পর মারা যান তিনি। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি উল্লেখ করে ও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন।

মামলায় এখন পর্যন্ত রিফাতের স্ত্রী মিন্নিসহ ১৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনো গ্রেফতার হননি হত্যায় সরাসরি জড়িত মুসা বন্ডসহ মামলার এজাহারে থাকা ৪ আসামি। প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: শিশুকে গরম পানিতে ঝলসে দেয়ায় ১৪ বছরের কারাদণ্ড