বাবাকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ি ফেরা হলো না রাকিবের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত রাকিব, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নিহত রাকিব, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

শিক্ষক বাবাকে স্কুলে নামিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন কলেজছাত্র রাকিব হোসেন (১৮)। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না, পথেই বাসের ধাক্কায় প্রাণ হারাতে হলো।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটের কাছে সিমানা নামক এলাকায়।

বিজ্ঞাপন

নিহত রাকিব ওই উপজেলার ঠেঙ্গামারা এলাকার টিপু সিকদারের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

তার পারিবারিক সূত্রে জানা যায়, রাকিবের বাবা শারীরিক প্রতিবন্ধী টিপু সিকদার কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রতিদিনের মতো বুধবারও বাবাকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দেন রাকিব। সেখান থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের সিমানা এলাকায় একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যৃ হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাসসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।