দুর্নীতি ও মাদক বিরোধী সচেতনতায় 'আলো'

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্নীতিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়,  ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দুর্নীতিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দুর্নীতি, মাদক ও সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলো'র উদ্যোগে নীলফামারী সদর উপজেলার দাড়োয়ানী টেক্সটাইল বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/31/1567198500097.jpg

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ আগস্ট) রাত ৮টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় আলো'র সাধারণ সম্পাদক মাহমুদ আল হাসান রাফিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন।

বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, 'আজ সমাজের প্রায় প্রতিটি সেক্টরে দুর্নীতি-অনিয়মে ছেয়ে গেছে। আজ অনিয়মই যেন নিয়ম। আগামী প্রজন্মের জন্য সচেতন ও সুন্দর সমাজ বিনির্মাণে আজকের তরুণ ও যুবকেরা অগ্রণী ভূমিকা রাখবে।'

তিনি আরও বলেন, 'সমাজকে মাদক মুক্ত করতে হবে। সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করে সকল অসঙ্গতি রুখে দিতে হবে।'

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা বাবু বঙ্কু বিহারী রায়, অধ্যক্ষ হাসিম হায়দার (অপু), চিকিৎসক আবতার রহমান প্রমুখ।

এর আগে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হরতকিতলা বাজার ইউনিটের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়।