বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পেলেন আমন চারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

কৃষকের হাতে আমনের চারা তুলে দেওয়া হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কৃষকের হাতে আমনের চারা তুলে দেওয়া হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা বিনামূল্যে পেলেন আমন চারা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় বনগ্রাম ইউনিয়নের শালাইপুর এলাকায় চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ, উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান, সাদুল্লাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ অনেকে।

উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান বলেন, উপজেলার ৫  ইউনিয়নে ১১ একর জমিতে বীজতলা তৈরি করা হয়। এ চারা প্রতি কৃষক ১ বিঘা জমি রোপণ করতে পারবে এবং ৬৬০ জন কৃষকের মাঝে বিনামূল্য রোপা আমন চারা দেওয়া হবে। পর্যায়ক্রমে জামালপুর, দামোদরপুর, কামারপাড়া, রসুলপুর ইউনিয়নে দেওয়া হবে।