জয়পুরহাটে ৩ ছিনতাইকারী আটক
জয়পুরহাটে অটো ভ্যান ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
সোমবার (২৬ আগস্ট) ভোরে কালাই উপজেলার সরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- কালাই উপজেলার সরাইল গ্রামের আমিনুল ইসলামের ছেলে আব্দুর নুর (২০), শাহাদত ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৯), আব্দুর রহমানের ছেলে সোহাগ হোসেন(১৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক জানান, তারা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামে ছিনতাই করে আসছিল। সোমবার ভোরে পুনট গ্রাম থেকে তারা নিবারণ চন্দ্র নামে এক অটোভ্যান চালকের অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে চালকের চিৎকারে গ্রামবাসী এসে তাদের গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেন।