হিলিতে ৬ বছরের শিশু ধষর্ণের অভিযোগ

  • মোসলেম উদ্দিন, উপজেলা করেসপন্ডেন্ট, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ৬ বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় রোববার (২৫ আগস্ট) রাতে শিশুটির মা সাগর মিয়া কলা (২০) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।

বিজ্ঞাপন

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) রেজাউল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ধর্ষণের শিকার ৬ বছরের শিশু কন্যা দক্ষিণ জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। রোববার দুপুরে স্কুল ছুটির পর বাড়ির বাইরে খেলতে গেলে সাগর মিয়া কলা নামের এক প্রতিবেশী যুবক ওই মেয়েকে ফুসলিয়ে বাড়ির পাশ্ববর্তী কচুক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাকিল মাহমুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, প্রাথমিকভাবে ওই মেয়েকে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতে জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন