কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

কাঁঠালবাড়ি লঞ্চ ঘাট। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

কাঁঠালবাড়ি লঞ্চ ঘাট। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। তাই কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের চাপ রয়েছে।

গত চারদিনের মতো রোববারও (১৮ আগস্ট) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকাগামী মানুষের ভিড় বাড়তে থাকে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে। তবে দুপুরের দিকে যাত্রীদের চাপ বেশি রয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকায় সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/18/1566115503313.jpg

গোপালগঞ্জ থেকে আগত লঞ্চ যাত্রী মহাদেব কর্মকার বলেন, ‘গতকালই রওনা দিতাম, কিন্তু বাড়িতে একটু জরুরি কাজ ছিল। তাই আজ রওনা হয়েছি। তবে ঘাটে যাত্রীদের চাপ রয়েছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াতের জন্য দক্ষিণাঞ্চলের যাত্রীরা এই ঘাট দিয়েই বেশি পারাপার হয়। যাত্রীদের নির্বিঘ্নে চলাচল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের উচ্চমান সহকারী ফিরোজ মিয়া জানান, সকাল থেকেই এ রুটে চলাচলকারী সকল নৌরুটে যাত্রীদের চাপ রয়েছে। তবে দুই-একদিনের মধ্যে চাপ কমে যাবে।