কাঁঠালবাড়ি নৌপথে যাত্রীদের উপচে পড়া ভিড়
প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটানো শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের ঢাকাগামী যাত্রীরা। মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
শনিবার (১৭ আগস্ট) সরেজমিনে দেখা যায় কাঁঠালবাড়ি ঘাটে সকাল থেকেই ঢাকাগামী মানুষের ভিড়। আবহাওয়া স্বাভাবিক থাকায় সব নৌযানে মানুষের ভিড়। অনেক যাত্রী লঞ্চ ও স্পিডবোটের পরিবর্তে ফেরিতে পার হচ্ছে। এছাড়াও যাত্রীদের চাপ কমাতে পুরাতন কাওড়াকান্দি ঘাটে পরিবহন লঞ্চ ঘাট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানা যায়, দেশের দক্ষিণাঞ্চলের মানুষের রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াতের জন্য কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথ ব্যবহার করছেন।
ঈদে যাত্রী সেবায় ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ, দেড় শতাধিক স্পিডবোট রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক কাজ করছেন। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে পুরো কাঁঠালবাড়ি ফেরিঘাট নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
এদিকে ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রীদের নির্বিঘ্নে ফিরতে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক কাজ করছে।
খুলনা থেকে ঢাকামুখী যাত্রী ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কাল থেকে অফিস করতে হবে তাই ঢাকায় ফিরতে হচ্ছে। ঈদের আগে বাড়ি যাওয়ার সময় বৈরী আবহাওয়ার কারণে অনেক ভোগান্তি হয়েছে, তবে আজ আবহাওয়া ভালো থাকায় ভোগান্তি কম।
বরিশালের যাত্রী মাহবুব হোসেন বলেন, আজ খুব শান্তিতে ঢাকা যাচ্ছি। যেটুকু পথ আসলাম তাতে ভোগান্তি খুব কম হয়েছে। বাস কর্তৃপক্ষও ভাড়া বেশি নেয়নি। আশা করি বাকি পথটুকু ভালই যাবো।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ঘাট ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঈদের শেষতো তাই স্বাভাবিকের চেয়ে যাত্রীর চাপ বেশি রয়েছে। অধিকাংশ যাত্রীই ফেরিতে পার হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক ঘাট এলাকায় দায়িত্ব পালন করায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়ার কোন সুযোগ নেই।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা সবকয়টি ফেরি সচল রেখেছি। যানবাহনের চেয়ে যাত্রীরাই বেশি পার হচ্ছে ফেরিতে। বর্তমানে ঘাটে কোন সমস্যা নেই।