মাদারীপুরে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর. কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হাজী আবদুল মজিদ

হাজী আবদুল মজিদ

মাদারীপুরের শিবচরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী আবদুল মজিদ (৮৩) নামে আরো এক রোগী মারা গেছেন। 

মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাত একটায় তিনি শিবচরের সোতারপাড়ে (বড় নিলখি) নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এর আগে গত (৪ আগস্ট) আবদুল মজিদকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিলো।

বিজ্ঞাপন

মৃত ব্যক্তির নাতি মনিরুজ্জামান বলেন, ‘আমার নানা ডেঙ্গুতে আক্রান্ত হলে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। প্রায় এক সপ্তাহ সেখানে চিকিৎসা করানো হয়। তার শরীরে প্লাটিলেট ২০ হাজারে নেমে এসেছিলো। গতকাল সন্ধ্যায় তাকে ঢাকা থেকে শিবচরে নিয়ে আসা হয়। রাত একটার দিকে তিনি মারা যান।

এই নিয়ে মাদারীপুরে এখন পর্যন্ত ৬ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। যার মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুই জন এবং বাকি ৪ জন ফরিদপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন