ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ব বজায় রাখতে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি বিনিময় করেছে বিজিবি-বিএসএফ।
সোমবার (১২ আগস্ট) সকাল ১০ টায় হিলি চেকপোস্ট জিরো পয়েন্টে মিষ্টিসহ শুভেচ্ছা বিনিময় করে।
এ সময় বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন ও আটাপাড়া ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া বিএসএফের সহকারী কমিশনার ডিএস সান্ডু ও ১৯৯ বিএসএফ এর কোম্পানী কমান্ডার জগদীশ প্রসাদের হাতে ১০ টি মিষ্টির প্যাকেট তুলে দেন।
অপরদিকে বিএসএফের সহকারী কমিশনার ডিএস সান্ডুও বিজিবি কমান্ডারদের হাতে ৫ টি মিষ্টির প্যাকেট তুলে দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, দুদেশের সীমান্তরক্ষীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিকতা বজায় রাখতে বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় দিবসগুলোতে এরকম শুভেচ্ছা বিনিময় করা হয়।