মুন্সিগঞ্জে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে কিশোর নিখোঁজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মুন্সিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার অভিযান সম্পর্কে বর্ণনা দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উদ্ধার অভিযান সম্পর্কে বর্ণনা দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীতে পড়ে এক কিশোর (১৪) নিখোঁজ হয়েছে।

রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী লঞ্চ এমভি আবে জমজম পথিমধ্যে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রী উঠাতে নোঙর করে। এ সময় একই নৌ-পথগামী অপর আরেক লঞ্চ এমভি বোগদাদীয়া-৯ ঘাটে নোঙর করার চেষ্টা করলে ধাক্কা লাগে আবে জমজমের সঙ্গে। ধাক্কায় বোগদাদীয়া লঞ্চের এক স্টাফ পানিতে পড়ে যায়। ঘটনার পর পর আইনি জটিলতা এড়াতে দুটি লঞ্চ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিউল ইসলাম জানান, ঘটনার পরপরই আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমেছে। নিখোঁজ কিশোর উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে নিখোঁজ কিশোরের নাম পরিচয় জানা যায়নি।