বিষখালী নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত
বরগুনার বেতাগীতে বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে ৫ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে শতাধিক পরিবার। পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গত বুধবার ও বৃহস্পতিবার জোয়ারের অতিরিক্ত পানির চাপে উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ওই ইউনিয়নের ছোট মোকামিয়া, কেওড়াবুনিয়া, ঝিলবুনিয়া, হাট মোকামিয়া, বড় মোকামিয়া গ্রাম এবং বেতাগী সদর ইউনিয়নের ছোট্ট গ্রামের অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
শনিবার (১০ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বাঁধ ভেঙে বিষখালী নদীর পানি ধানক্ষেতে প্রবেশ করে আউশ, ইরি ও আমনের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে।
ছোট মোকামিয়া গ্রামের কৃষক নিজাম উদ্দিন জানান, জমিতে পানি প্রবেশ করায় আধাপাকা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন।
একই গ্রামের বাসিন্দা মো. জয়নাল জানান, হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানিবন্দী অবস্থায় রয়েছেন। এমনকি রান্না করতে না পারায় অনাহারে রয়েছেন।
মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুজন মল্লিক জানান, পানিবন্দী এলাকা পরিদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব আহসান জানান, বাঁধ মেরামতের কাজ আগামীকাল থেকে শুরু হবে।