বিষখালী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় ফারুক (৪০) নামে এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফারুক উপজেলার কাকচিরা এলাকার রুপদন গ্রামের হাতেম আকন এর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীরা জানান, জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানে ফারুক গত ৬ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসেন। এর পরে গত ৬ জুলাই ফারুক নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি পরে তার বোন ৩০ জুলাই পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে শনিবার ফারুকের হাত-পা বাঁধা অবস্থায় মাথাবিহীন মরদেহটি জেলেরা দেখতে পেলে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।