নড়াইলে গরু বিক্রি হচ্ছে কম!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

নড়াইলের কোরবানির হাটগুলোতে পশুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিক্রেতারা বলছেন এবার গরুর দাম কম। আর ক্রেতারা বলছেন আমদানি প্রচুর, তারপরও দাম বেশি।

শনিবার (১০ আগস্ট) নড়াইল সদরের মাইজপাড়া, নাকসী মাদরাসা, গারুচোরায় কোরবানির পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

সরেজমিন ঘুরে আরও দেখা যায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের আগমনে হাটগুলো জমজমাট হয়ে ওঠে। তবে ক্রেতারা গরু কেনার চেয়ে দর-দামই বেশি করছেন। দেখছেন ঘুরে-ফিরে। হাটে যে পরিমাণ গরু সরবরাহ করা হয়েছে সে অনুযায়ী বিক্রি হচ্ছে না।

নড়াইল সদরের মাইজপাড়া গরুর হাটে পলাশ নামে এক ক্রেতা জানান, গতবারের চেয়ে এবার গরুর দাম বেশি। তাই একটু সময় নিচ্ছেন। আরও দু’একটি হাট ঘুরে গরু কিনবেন।

একই হাটের বিক্রেতা সুমন জানান, গরুর হাট জমজমাট হয়ে উঠলেও ক্রেতারা খুব বেশি একটা গরু কিনছেন না।

এদিকে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য পুলিশি নজরদারি রয়েছে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।