প্রাণ ম্যাংগো জুসে পচা টিকটিকি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

পচা টিকটিকি পাওয়া ম্যাংগো জুসের প্যাকেট। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

পচা টিকটিকি পাওয়া ম্যাংগো জুসের প্যাকেট। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

বরগুনার বেতাগীতে প্রাণ ম্যাংগো জুসের প্যাকেটের ভেতরে একটি পচা টিকটিকি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেতাগী হাসপাতাল সড়কের সাইফুল ইসলামের দোকান থেকে ওই প্রাণ ম্যাংগো জুসটি কেনা হয়েছিল।

বিজ্ঞাপন

জানা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মো. সাইফুর ইসলাম শাহীনের সন্তানের জন্য ওই দোকান থেকে একটি প্রাণ ম্যাংগো জুস কেনা হয়। পরে এটি খাওয়ার সময় প্যাকেটের ভেতরে একটি পচা টিকটিকি দেখা যায়। ওই জুস খেয়ে মুহূর্তেই অসুস্থ হয়ে পড়ে সে।

এ বিষয়ে সাইফুর ইসলাম বলেন, ঘটনাটি বেতাগী উপজেলা নির্বাহী অফিসারকে জানালে ঘটনাস্থলে আসেন তিনি। পরে ভোক্তা অধিকার আইনে অভিযোগ দিতে পরামর্শ দেন।

বিজ্ঞাপন

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব আহসান জানান, প্যাকেটটি মেয়াদোত্তীর্ণ না থাকার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। ভোক্তা অধিকার আইনে অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়েছে। যাতে বিএসটিআই পরীক্ষা করে ব্যবস্থা নিতে পারে।