বরগুনায় অনিক হত্যায় একজনের মৃত্যুদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

অনিক চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

অনিক চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

বরগুনায় আলোচিত অনিক চন্দ্র রায় হত্যা মামলায় সালাউদ্দীন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় নাজমুল ও রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় দেন।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দীন বরগুনা সদর উপজেলার থানাপাড়া এলাকার ছাত্তার গাজীর ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নাজমুল ওই উপজেলার গৌরীচন্না এবং রুবেল থানাপাড়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় থানাপাড়া এলাকার নিজ বাসা থেকে চা পানের জন্য বাইরে গিয়ে নিখোঁজ হন অনিক। মূলত অনিককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে ওই দণ্ডপ্রাপ্তরা। কিন্তু মুক্তিপণ দেয়া না হলে অনিককে হত্যা করে তারা। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর অনিক নিখোঁজ রয়েছে বলে বরগুনা সদর থানায় একটি মামলা করেন তার বাবা। পুলিশ অভিযান চালিয়ে ১৭ দিন পর অনিকের লাশ উদ্ধার করে। এরপর পুলিশ দণ্ডপ্রাপ্তদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন