কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় মাদক মামলায় মো. শহিদুল ইসলাম (৩৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামের মৃত আবু বকরের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ মার্চ সকালে কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামে আসামি শহিদুলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার নামে মামলা দিয়ে কুমারখালী থানায় সোপর্দ করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ১৩ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।