মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাদিরা আক্তার(৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতে কালকিনি থেকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাদিরা উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের আলমগীর মোড়লের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বর নিয়ে নাদিরাকে ভাইরাস নিয়ে গত ৩০ জুলাই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে জায়গা না পেয়ে নাদিরাকে সন্ধ্যায় তার পরিবাবের সদস্যরা কালকিনি হাসপাতালে ফেরত নিয়ে আসেন। পরে চিকিৎসরা তাকে রাতে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেন।
পরিবারের লোকজন তার অবস্থা খারাপ দেখে শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে ককর্তব্যরত চিকিৎসক নাদিরাকে মৃত ঘোষণা করেন।