গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় নারী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় তুলি বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুলি বেগম গোবিন্দগঞ্জ বিদ্যুৎ অফিসের কর্মচারী হামিদুল ইসলামের স্ত্রী।

বিজ্ঞাপন

প্রত্যাক্ষদর্শীরা জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে মোটরসাইকেলযোগে হামিদুল ইসলাম তার স্ত্রী তুলি বেগমকে নিয়ে গোবিন্দগঞ্জের দিকে আসছিলেন। কামারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তুলি বেগম নিহত হন। এ ঘটনায় হামিদুল ইসলাম আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেন। ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।