ছাদ ধসের আতঙ্ক নিয়ে ক্লাস করছেন শিক্ষার্থীরা
ভবনের ছাদ ও বিম ধসের আতঙ্ক নিয়ে ক্লাস করছেন বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ক্লাস চলাকালে ছাদের পলেস্তরা খসে পড়ে কয়েকবার ছাত্র ও শিক্ষক আহত হয়েছেন। তাই ছাদ ও বিম ধসে পড়ার আতঙ্কে ক্লাসে আসছেন না অনেক শিক্ষার্থী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ভবনটির প্রত্যেকটি কক্ষেই খসে পড়ছে ছাদের পলেস্তরা। ভেঙে ভেঙে পড়ছে বিমের বিভিন্ন অংশ। বড় বড় ফাটল দেখা দিয়েছে ভবনের নানা জায়গায়। প্রায়ই ক্লাস চলাকালে ছাদের পলেস্তরা খসে পড়ে আহত হচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, আতঙ্ক নিয়ে ক্লাস করায় ক্লাসে মনোযোগী হতে পারছেন না তারা। আর শিক্ষকরা বলছেন, ধস আতঙ্কে ক্লাসে দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা।
এদিকে চলতি বছরের ৬ এপ্রিল জেলার তালতলী উপজেলার ছোটবগী পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের ছাদের বিম ধসে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও চার শিক্ষার্থী। ওই ঘটনার পর থেকে সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়।
বরগুনা সরকারি কলেজ উদ্ভিদ বিজ্ঞানের প্রদর্শক মো. নিজাম হোসেন মোল্লা বলেন, প্রতিনিয়ত ছাদ ও বিমের পলেস্তরা খসে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিনই ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। দ্রুত ভবনটি সংস্কার করা দরকার।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বিজ্ঞান ভবনের বেহাল দশার বিষয়টি নজরে এসেছে। প্রাথমিকভাবে চলার জন্য দ্রুত সংস্কার করে আগামী অর্থবছরেই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।