১৩ মাস পর দেশে ফিরল ভারতে আটক কিশোর

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ মাস আটক থাকার পর দেশে ফিরে এসেছে সিয়াম শুভ (১২) নামে এক কিশোর।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীরের কাছে তাকে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সিয়াম শুভ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মুলগাও চরপাড়া গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে।

হিলি ইমিগ্রেশনের ওসি ফিরোজ কবীর বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ১৩ মাস আগে সিয়াম শুভ পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। তারপর থেকে সে বালুরঘাট শোভায়ন শিশু সংশোধনাগারে আটক ছিল। দু’দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার তাকে ফেরত দেয়া হয়।

বিজ্ঞাপন