জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৬ শ্রমিক মারা গেছেন।
বুধবার (৩১ জুলাই) সকাল ১০টায় উপজেলার জাফরপুর হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।
নিহতরা হলেন- শাহীন আকন্দ, শিহাব আকন্দ, মুকুল, সজল, ভুট্টো লাল, প্রিতম লাল।
জানা গেছে, সকালে জাফরপুর হিন্দুপাড়ার একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে কয়েকজন শ্রমিক। এর কিছুক্ষণ পরে হঠাৎ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয় ওই শ্রমিকরা। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ৪ শ্রমিক। আর গুরুতর অবস্থায় ৫ জনকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ২ শ্রমিককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরে বিস্তারিত জানানো হবে।