ভেতরে গরু, ছাদে মানুষ নিয়ে মহাসড়কে ‘নিষিদ্ধ ভটভটি’
মহাসড়কে চলাচল নিষিদ্ধ হলেও ঈদকে সামনে রেখে ভেতরে গরু ও ছাদে মানুষ নিয়ে দিনাজপুরের মহাসড়কগুলোতে চলছে ঝুঁকিপূর্ণ ভটভটি। উচ্চ আদালত মহাসড়কে ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে তৈরি ঝুঁকিপূর্ণ যানটি নিষিদ্ধ করলেও বাস্তবে তার কোনও প্রতিফলন নেই।
দিনাজপুর-ফুলবাড়ী, দিনাজপুর রংপুর, দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে দিন-রাত চলছে এসব ফিটনেসবিহীন যানবাহন।
এসব মহাসড়কগুলোতে দেখা গেছে, জীবনের ঝুঁকি নিয়ে ভটভটির ছাদে চড়ে বিভিন্ন হাটে গরু নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ভটভটির ভেতরে নেওয়া হচ্ছে ৪-৫টি গরু। সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এভাবে ভটভটি, নছিমন-করিমন, টেম্পুতে চলাচল করা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে গরু ব্যবসায়ীরা জানান, খরচ বাঁচাতে ভটভটির ছাদেই যেতে হচ্ছে তাদের।
দিনাজপুর থেকে রামডুবি হাটে ঝুঁকিপূর্ণ ভটভটিতে নিয়মিত গরু নিয়ে যান মো. শরিফুল। তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘আমরা কয়েকজন মিলে ব্যবসা করি। পিকআপ ভ্যান বা ট্রাকে খরচ অনেক। সে তুলনায় ভটভটিতে খরচ অনেক কম। একটি ভটভটিতে চার-পাঁচটি গরু নেওয়া সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘ভেতরে গরু নেওয়ার পর বসার জায়গা থাকে না। তাই ঝুঁকি থাকলেও ছাদে চড়ে হাটে যেতে হয়।’
এদিকে প্রশাসনের দাবি, অবৈধ ভটভটি, নছিমন-করিমনের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে আছে। এ বিষয়ে দিনাজপুর ট্রাফিকপুলিশের ইন্সপেক্টর (টিআই) বারী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘ভটভটি, নছিমন, করিম, টেম্পু মহাসড়কে দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেককে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে শাস্তিও দেওয়া হচ্ছে। তবে ঈদকে সামনে রেখে যারা আইন ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনী রাস্তায় থাকবে।’