ভেতরে গরু, ছাদে মানুষ নিয়ে মহাসড়কে ‘নিষিদ্ধ ভটভটি’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, দিনাজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মানুষের বসার জায়গায় গরু, ছাদে মানুষ, এভাবেই ঝুঁকি নিয়ে মহাসড়কে চলছে ভটভটি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মানুষের বসার জায়গায় গরু, ছাদে মানুষ, এভাবেই ঝুঁকি নিয়ে মহাসড়কে চলছে ভটভটি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মহাসড়কে চলাচল নিষিদ্ধ হলেও ঈদকে সামনে রেখে ভেতরে গরু ও ছাদে মানুষ নিয়ে দিনাজপুরের মহাসড়কগুলোতে চলছে ঝুঁকিপূর্ণ ভটভটি। উচ্চ আদালত মহাসড়কে ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে তৈরি ঝুঁকিপূর্ণ যানটি নিষিদ্ধ করলেও বাস্তবে তার কোনও প্রতিফলন নেই।

দিনাজপুর-ফুলবাড়ী, দিনাজপুর রংপুর, দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে দিন-রাত চলছে এসব ফিটনেসবিহীন যানবাহন।

বিজ্ঞাপন

এসব মহাসড়কগুলোতে দেখা গেছে, জীবনের ঝুঁকি নিয়ে ভটভটির ছাদে চড়ে বিভিন্ন হাটে গরু নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ভটভটির ভেতরে নেওয়া হচ্ছে ৪-৫টি গরু। সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এভাবে ভটভটি, নছিমন-করিমন, টেম্পুতে চলাচল করা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে গরু ব্যবসায়ীরা জানান, খরচ বাঁচাতে ভটভটির ছাদেই যেতে হচ্ছে তাদের।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/30/1564473218957.jpg

বিজ্ঞাপন

দিনাজপুর থেকে রামডুবি হাটে ঝুঁকিপূর্ণ ভটভটিতে নিয়মিত গরু নিয়ে যান মো. শরিফুল। তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘আমরা কয়েকজন মিলে ব্যবসা করি। পিকআপ ভ্যান বা ট্রাকে খরচ অনেক। সে তুলনায় ভটভটিতে খরচ অনেক কম। একটি ভটভটিতে চার-পাঁচটি গরু নেওয়া সম্ভব হয়।’

তিনি আরও বলেন, ‘ভেতরে গরু নেওয়ার পর বসার জায়গা থাকে না। তাই ঝুঁকি থাকলেও ছাদে চড়ে হাটে যেতে হয়।’

এদিকে প্রশাসনের দাবি, অবৈধ ভটভটি, নছিমন-করিমনের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে আছে। এ বিষয়ে দিনাজপুর ট্রাফিকপুলিশের ইন্সপেক্টর (টিআই) বারী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘ভটভটি, নছিমন, করিম, টেম্পু মহাসড়কে দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেককে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে শাস্তিও দেওয়া হচ্ছে। তবে ঈদকে সামনে রেখে যারা আইন ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনী রাস্তায় থাকবে।’