চিরিরবন্দরের আলোকডিহিতে আ’লীগের বিদ্রোহী জয়ী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, দিনাজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আলোকডিহি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদা ইসলাম শেফালী

আলোকডিহি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদা ইসলাম শেফালী

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মোছা. মাহমুদা ইসলাম শেফালী বিজয়ী হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন তিন হাজার ৪৩৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা লিয়াকত আলী বেগ লিটন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার ৮২০ ভোট। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী সন্তোষ কুমার রায় নৌকা প্রতীকে এক হাজার ৩২৪ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুলাই ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবে শেষ হয় এ নির্বাচন।

উল্লেখ্য, আলোকডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

বিজ্ঞাপন