দিনাজপুরে গুজব ছড়ানোর দায়ে একজনকে আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, দিনাজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আটক মোস্তফা মোনওয়ার হোসেন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

আটক মোস্তফা মোনওয়ার হোসেন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ফেসবুকে গুজব ছাড়ানোর দায়ে দিনাজপুরে মোস্তফা মোনওয়ার হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক মোস্তফা মোনওয়ার হোসেন দিনাজপুর সদর উপজেলার ৬নং আওলিয়াপুর ইউনিয়নের মহরমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম। দিনাজপুর পুলিশ লাইন মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, আটক মোস্তফা মোনওয়ার হোসেন গুজব ছড়ানোর উদ্দেশে নিজের ফেসবুক আইডি থেকে পদ্মা সেতুতে ১০ হাজার মাথা প্রয়োজন লিখে একটি স্ট্যাটাস দেন। আটক মোস্তফা মোনওয়ার হোসেন জানিয়েছেন তিনি ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সে বীমার কাজ করতেন। বুধবার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ১টি ল্যাপটপ, ১টি মডেম, ২টি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন