খাগড়াছড়িতে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খাগড়াছড়ি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়িতে গুজব ও সমসাময়িক বিষয় প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা শহরের মুক্তমঞ্চে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এ সভার আয়োজন করে।

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/25/1564049231490.jpg
অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন সভায় বক্তব্য রাখেন

 

সভায় অতিথিরা বলেন, 'গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। কারণ পিটিয়ে মানুষ হত্যা গুরুতর আহত করা ফৌজদারি অপরাধ। তাই কাউকে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন। সে সঙ্গে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল বলে মন্তব্য করে নেতৃবৃন্দরা।'

এর আগে শহরের শাপলা চত্বরে গণ সচেতনতামূলক লিফলেট বিতরণ করে পুলিশ সদস্যরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/25/1564049310493.jpg
জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এ সভার আয়োজন করে

 

খাগড়াছড়ির ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব'র সঞ্চালনায় আয়োজিত আইনশৃঙ্খলা সভায় স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পৌর মেয়র রফিকুল আলম, জেলা পরিষদ সদস্য এড.আশুতোষ চাকমা, উপজেলা চেয়ারম্যান শানে আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক সুদর্শন দত্ত, কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম মো: সালাহ উদ্দিন, য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সানুমং মারমা প্রমুখ। আয়োজিত আইনশৃঙ্খলা সভায় সমাপনী বক্তব্য রাখেন,খাগড়াছড়ি পুলিশ সুপার আহমার উজ্জামান।