মাদারীপুরে বন্যার্তদের পাশে ছাত্রলীগ
মাদারীপুরের শিবচর চরাঞ্চলের তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। পানিতে রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সেই সঙ্গে পদ্মার তীব্র স্রোতে দেখা দিয়েছে নদী ভাঙন।
তবে চরাঞ্চলের এসব বন্যা দুর্গত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছে শিবচর উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বন্দোরখোলা ইউনিয়নের চরাঞ্চলের পানিবন্দী প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণসহ আনুষঙ্গিক নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট প্রতিটি পানিবন্দী পরিবারের মাঝে তুলে দেয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্র সংসদের নেতাকর্মীরা পানিবন্দী প্রতিটি বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেয়ার কাজ করে।
শিবচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিব হোসাইন মাদবর বলেন, ‘শিবচরের চরাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ। পানিতে তলিয়ে গেছে পুরো অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাদের সাহায্য করে যাচ্ছি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজীব ঢালী, সাধারণ সম্পাদক আসিফ হোসাইন মাদবরসহ উপজেলা, কলেজ, পৌর ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।