৩০ টাকা কেজির কাঁচামরিচ ১৫০ টাকা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

কাঁচামরিচ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

কাঁচামরিচ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

দিনাজপুরের হিলি স্থলবন্দরের বিভিন্ন খুচরা বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে। প্রতি কেজি কাঁচামরিচ ১৫০ টাকা থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহে এক কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৩০ টাকা দরে।

আমদানিকারকরা বলছেন, সারাদেশে বন্যার কারণে কাঁচামরিচের সরবরাহ কম। এ কারণে খুচরা বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে। আর কাঁচামরিচের সরবরাহ কম থাকার কারণে ১ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরের একটি খুচরা বাজারে মনির নামে এক ক্রেতা বলেন, ‘আমি একজন রিকশাচালক। বাজার করতে এসে দেখি সব ধরনের সবজির দাম বেশি। কাঁচা মরিচের দাম শুনে বেশি অবাক হয়েছি। গত সপ্তাহে ৩০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছি। এখন সেই কাঁচামরিচ ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এভাবে দাম বাড়লে কীভাবে বাজার করব?’

খুচরা ব্যবসায়ী জসিম জানান, দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সরবরাহ কম থাকায় বেশি দাম দিয়ে তাদের কাঁচামরিচ কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করছে তারা।

বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী বাবলু রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘দেশে বন্যার কারণে কাঁচামরিচের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এ কারণে সরবরাহ খুবই কম। তাই ১ বছর পরে ভারতের বিহার রাজ্য থেকে কাঁচামরিচ আমদানি করছি। আমদানি করা এসব কাঁচামরিচ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে ১১০ টাকা কেজি দরে সরবরাহ করছি।’