কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন
কুষ্টিয়ার মিরপুরে জমিসংক্রান্ত পারিবারিক কলোহের জের ধরে ছেলে সাজুর (৩০) হাতে রুহুল আমীন (৭০) নামে বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় মা মাহিমা খাতুন (৬০) গুরুতর জখম হয়েছেন। মাহিমা খাতুন বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৩ জুলাই) সকালে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমীন ওই গ্রামের মৃত আফসার মন্ডলের ছেলে। আহত মাহিমা খাতুন রুহুল আমীনের স্ত্রী।
নিহতের ছেলে আব্দুল হালিম বলেন, ‘জমিজমা নিয়ে আমার বাবা রুহুল আমীনের সঙ্গে সকালে আমার ভাই সাজুর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। আমার মা ছুটে গেলে সাজু মায়ের মাথায় আঘাত করে এবং মাথা ফেটে যায়। এ সময় আমার ভাইয়ের আঘাতে পিতা রুহুল আমীন মাটিয়ে পড়ে যায়। আমরা দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পুলিশ ক্যাম্পের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। এ ঘটনায় নিহতের ছেলে সাজু ও তার স্ত্রী সালমা খাতুন পলাতক রয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।’