মেহেরপুরে দু’দল মাদক ব্যবসায়ীর গুলিবিনিময়, নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতাল মর্গে নেওয়া হয় নিহতের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হাসপাতাল মর্গে নেওয়া হয় নিহতের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে হামিদুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৩টার দিকে গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরোজ আলীর ছেলে।

বিজ্ঞাপন

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, রাত ৩টার দিকে গোভিপুর গ্রামে দুই দল মাদক ব্যবসায়ী মধ্যে গুলিবিনিময় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ পাওয়া যায়। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মাদক ব্যবসার বিরোধ নিয়ে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান।

বিজ্ঞাপন