ত্রাণ সংগ্রহে দীর্ঘ লাইন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় ত্রাণের জন্য দীর্ঘ লাইন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধায় ত্রাণের জন্য দীর্ঘ লাইন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চলমান বন্যায় গাইবান্ধা জেলার ৭৫ হাজার পরিবার আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। এখনো ঘরে ফিরতে পারেনি তারা। খাদ্যসহ নানান ধরনের দুর্ভোগে পড়েছেন তারা। একটু ত্রাণ সামগ্রী পাবার আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। স্ত্রী-সন্তানদের বাঁচাতে এভাবেই ত্রাণ সংগ্রহ করছেন দুর্গত মানুষরা।

জানা যায়, গত তিনদিন ধরে গাইবান্ধার নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে বসতবাড়ি থেকে এখনো পানি সরেনি। ঘরের ভেতর থৈ থৈ করছে হাঁটুজল। ফলে আশ্রিত মানুষরা নিজ বাসগৃহে ফিরতে পারছেন না। দিনে দিনে বাড়ছে তাদের দুর্গতি।

বিজ্ঞাপন

এদিকে বন্যা কবলিত মানুষদের দুর্ভোগের খবরগুলো বার বার ফলাও হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এসব চোখে পড়ছে দানশীল মানুষদের। এর ফলে বেড়েছে ত্রাণ তৎপরতা।

ত্রাণ সংগ্রহে দীর্ঘ লাইন

ইতোমধ্যে বন্যার্তদের পাশে দাঁড়াতে শুরু করেছেন অনেকেই। এর মধ্যে রয়েছে- জনপ্রতিনিধি, প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এমনকি বেশ কিছু শিক্ষার্থীরাও ত্রাণ সামগ্রীসহ বিভিন্নভাবে সহায়তা করছে।

অপরদিকে ওইসব দানশীলদের হাত থেকে ত্রাণ পেতে হুমড়ি খেয়ে পড়ছেন বন্যা দুর্গতরা। কষ্ট করে হলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল-ডালসহ অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করছেন।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'বন্যা দুর্গত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ নানান ধরনের সহায়তা করা হচ্ছে। যা চলমান থাকবে।'