দিনাজপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুর শহরে ট্রাক্টরের চাপায় আপেল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২১ জুলাই) বেলা ১১টায় দিনাজপুর শহরের মিশন রোড এলাকায় সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আপেল ইসলাম (২৮) বিরল উপজেলার দোগাছী গ্রামের বাসিন্দা।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম জানান, নিহত আপেল ইসলাম শহরের সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে একটি মোটরসাইকেলের দোকানে মেকানিকের কাজ করতেন। প্রতিদিনের মতো আজও এক কাস্টমারের মোটরসাইকেল ঠিক করে সেটি চালিয়ে পরীক্ষা করে দেখছিলেন তিনি। এ সময় হঠাৎ একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত আপেল ইসলামকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।