গাইবান্ধায় বন্যার পানিতে শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে মুন্নি খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার মহিমাগঞ্জের শ্রমিক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুন্নি খাতুন ওই কলোনির মনিরুজ্জামান মনু মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গতকাল থেকে গোবিন্দগঞ্জ এলাকায় বন্যার পানি প্রবেশ শুরু হয়েছে। এর ফলে ওই খালটি পানিতে ভরে যায়। বাড়ির লোকজনের অজান্তে মুন্নি কলোনির পাশের একটি খালে গোসল করতে যায়। পরে পানিতে ডুবে সে মারা যায়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, সম্প্রতি চারিদিকে বন্যার পানি থৈ থৈ করছে। এসময়টা শিশু-কিশোর সন্তানদের সাবধানে রাখতে হবে।