রিফাত হত্যা: ৫ দিনের রিমান্ডে রিশান ফরাজী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রিফাত শরীফ হত্যার তিন নম্বর আসামি রিশান ফরাজী, ছবি: সংগৃহীত

রিফাত শরীফ হত্যার তিন নম্বর আসামি রিশান ফরাজী, ছবি: সংগৃহীত

বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার তিন নম্বর আসামি রিশান ফরাজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৯ জুলাই) সকালে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে, আদালত রিমান্ড মঞ্জুর করেন। বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'আদালতে রিশানের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে, শুনানি শেষে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।'

এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল ১০টায় বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেন নয়ন বন্ড, রিফাত ফরাজী, রিশান ফরাজীসহ অন্যান্যরা। এ ঘটনায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন। এই ঘটনায় রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকেও গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ৭ দিনের রিমান্ডে রিফাত ফরাজী

আরও পড়ুন: রিফাত হত্যা মামলায় মিন্নি গ্রেফতার

আরও পড়ুন: মিন্নির রিমান্ড বাতিলে সাড়া দেননি হাইকোর্ট