কুষ্টিয়ায় শিক্ষিকার শ্লীলতাহানি: অধ্যক্ষের ১০ বছর কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

আদালতে হাজির হন দণ্ডপ্রাপ্ত অধ্যক্ষ, ছবি: সংগৃহীত

আদালতে হাজির হন দণ্ডপ্রাপ্ত অধ্যক্ষ, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সেলিম চৌধুরী নামে এক কলেজের অধ্যক্ষের ১০ বছরের কারাদণ্ডদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সেলিম কুষ্টিয়া বড়বাজার এলাকার মাসুদ রুমী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কুষ্টিয়া শহরের আহম্মেদ লেন আদর্শ কলেজ মোড় এলাকার চৌধুরী আব্দুল আলীর ছেলে।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ মার্চ মাসুদ রুমী ডিগ্রি কলেজের একটি কক্ষে একই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের এক শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা করে অধ্যক্ষ সেলিম চৌধুরী। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশ ২০১৪ সালের ১৩ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানির পর আদালত আজ এই রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি (নারী ও শিশু) আকরাম হোসেন দুলাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।