‘তিনি আমাদের চেয়ারম্যান, অথচ আমরা তাকে চিনিই না’
মাদারীপুর শিবচর থেকে: মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন উদ্দিন সোহেল ব্যাপারীকে চেনেন না তার নির্বাচনী এলাকার মানুষ। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই ওই এলাকার পদ্মার চরে অবস্থিত ব্যাপারীপাড়ার ভোটারদের।
সরেজমিনে ব্যাপারীপাড়ার চরে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে প্রায় দুই হাজার মানুষের জীবনযাত্রা। এখনো সেখানে পৌঁছায়নি বিদ্যুৎ। নেই রাস্তা ও চিকিৎসাকেন্দ্র। মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ না থাকায় এই গ্রামের ছেলেমেয়েরা পদ্মা নদী পার হয়ে অনেক দূরে লেখাপড়া করতে যায়।
সরকারি বিভিন্ন অনুদানের পর্যাপ্ত বরাদ্দ থাকলেও এই গ্রামের মানুষ তা থেকে বঞ্চিত হয় ওই চেয়ারম্যানের কারণে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী ও পুরুষ বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমরা আজ পর্যন্ত তাকে চোখে দেখিনি। তিনি তার ব্যবসা-বাণিজ্য নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন। তিনি সপ্তাহে মাত্র একদিন অফিস করেন। বাকি দিনগুলো তাকে আর পাওয়া যায় না। আমরা বড় কষ্টে আছি। আমাদের একটা কাগজ সত্যায়িত করতে হলে তার পেছনে দিনের পর দিন ঘুরতে হয়। তাছাড়া সরকারি কোনো অনুদান আমাদেরকে দেন না তিনি।’
এ সময় তারা আরও বলেন, ‘আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম হাওলাদার থাকতে অনেক কিছু পেয়েছি। কিন্তু এই চেয়ারম্যানের আমলে একটা সুতাও পাইনি। আর পাওয়া তো দূরের কথা, তাকে আমরা এ পর্যন্ত চোখেই দেখিনি। তিনি আমাদের চেয়ারম্যান, অথচ আমরা তাকে চিনিই না।’
কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন উদ্দিন সোহেল ব্যাপারীর কাছে মোবাইল ফোনে বিভিন্ন তথ্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কী তথ্য সঙ্গে নিয়ে ঘুরি? আপনাদের যা জানার সে বিষয়ে আমার সচিবের সঙ্গে কথা বলুন।’ এরপর ফোন কেটে দেন তিনি।
এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ওই গ্রামের বাসিন্দাদের অভিযোগটি যদি সত্যি হয়, তবে বিষয়টি দুঃখজনক। কারণ এদের জন্য বর্তমান সরকারের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। এ সকল মানুষের জন্য সরকারের আলাদা পরিকল্পনাও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের অভিযোগ আমার কাছে এখনো কেউ দেয়নি। কেউ অভিযোগ দিলে বিষয়টি আমি দেখব।’