জমি নিয়ে বিরোধ, যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিজানুর রহমান বাবু (৩২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে মিরপুর উপজেলার কেঁউপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান বাবু মিরপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল আলিম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কেউপুর গ্রামের মাজেদ মাস্টারের সঙ্গে মশান গ্রামের আব্দুল গফুরের দ্বন্দ্ব চলে আসছিল। এ জেরে আজ দুপুরের দিকে গফুর ও তার ছেলে নাজমুল, সম্রাট এবং ভাতিজারা মাজেদ মাস্টারের শ্যালক মিজানুর রহমান বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

বিজ্ঞাপন