অগ্নিঝুঁকিতে কুষ্টিয়ার বেশিরভাগ বহুতল ভবন

  • এস এম জামাল, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার বহুতল ভবনের বেশিভাগই অগ্নিঝুঁকিতে রয়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ার বহুতল ভবনের বেশিভাগই অগ্নিঝুঁকিতে রয়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় অধিকাংশ বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। ফলে অগ্নিঝুঁকির আতঙ্কে দিন কাটাতে হয় ভবনের বাসিন্দাদেরে। অভিযোগ আছে, প্রশাসনের পক্ষ থেকে ভবন মালিকদের বারবার তাগাদা দেওয়া হলেও অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেন না তারা।

জেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জেলায় অর্ধশতাধিক বহুতল ভবন আছে। যার মধ্যে মাত্র ১০টি ভবন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের অনুমোদনের জন্য আবেদন করেছে। আর মাত্র চারটি ভবন অগ্নিঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স কমিটির সদস্যরা শহরের বেশ কয়েকটি বহুতল ভবনে অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।

বিজ্ঞাপন

শহরের মোজাফফর টাওয়ারের ভাড়াটিয়া বাবুল হোসেন জানান, ওই ভবনে ৫৬টি পরিবার বাস করে। সেখানে লিফট থাকলেও সিঁড়ি খুবই সংকুচিত ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। ভবন কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অগ্নিঝুঁকিতে কুষ্টিয়ার বেশিরভাগ বহুতল ভবন

বিজ্ঞাপন

ফয়সাল ডিজিটাল টাওয়ারের ফ্ল্যাটের মালিক আজমুল হক জানান, ওই ভবনে ৪০টি পরিবার বাস করে। অথচ অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই। ফলে এখানের সবাইকে আতঙ্কিত থাকতে হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'কুষ্টিয়ার অধিকাংশ বহুতল ভবনে অগ্নিঝুঁকি আছে। হাতেগোনা কয়েকটি ছাড়পত্র নিলেও তাদের অগ্নি নির্বাপণের প্রয়োজনীয় সরঞ্জাম নেই। শুধু চারটি ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে।'

তিনি আরও বলেন, 'ভবন মালিকদের অগ্নিনির্বাপণ বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হলেও তারা শোনেন না।'

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'পৌরসভার আইন অনুযায়ী ভবনের চতুর্দিকে জায়গা ছেড়ে রাখার কথা। কিন্তু অনেক ভবনের ক্ষেত্রে সেটা করা হয়নি। এছাড়াও বহুতল ভবনে যেভাবে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকার কথা সেটা আমরা পাইনি।'